২০৩৪ বিশ্বকাপ সৌদির সর্বাধুনিক যে স্টেডিয়ামের কথা কেউ কখনো চিন্তাও করতে পারেনি

 

২০৩৪ বিশ্বকাপ

সৌদির সর্বাধুনিক যে স্টেডিয়ামের কথা কেউ কখনো চিন্তাও করতে পারেনি


২০২২ কাতার বিশ্বকাপে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছিল। কিন্তু ২০৩৪ বিশ্বকাপে সৌদি আরব প্রযুক্তির উৎকর্ষতাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, যা দেখলে চোখ কপালে উঠবে মানুষের। এখনও যা রীতিমতো চিন্তারও বাইরে। এমন প্রযুক্তিসম্পন্ন বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে সৌদি সরকার।


২০৩৪ বিশ্বকাপের আয়োজন হবে সৌদি আরব- গত বছরই ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বর্তমান সৌদি সরকার। ২০৩৪ বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আরও প্রায় ১০ বছর। এ সময়ে বিলিয়ন বিলিয়ন ডলার এ খাতে বিনিয়োগ করবে মধ্যপ্রাচ্যের দেশটি।


২০৩৪ বিশ্বকাপ উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেডিয়ামের ডিজাইন উপস্থাপন করেছে সৌদি সরকার। ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি হবে ফুটবল ইতিহাসে সবচেয়ে আইকনিক এবং মুকুটে বসানো রত্নের মতো।

অসাধারণ এই স্টেডিয়ামটি নির্মাণ করা হবে ২০০ মিটার উঁচু পাহাড়ে এবং সেখানে স্থাপন করা হবে বিশ্বের সবচেয়ে বড় এলইডি স্ক্রিন। যার আয়তন হবে প্রায় দেড় কিলোমিটার।








Comments

Popular posts from this blog

Hubba 2024 Download Full Movie Free

Argylle: Release Date, Trailer, Songs, Cas

OSOMOY 2024 Watch & Download Free