একাই ৫ গোল করলেন এমবাপ্পে
একাই ৫ গোল করলেন এমবাপ্পের
প্রতিপক্ষ দলে সবাই অপেশাদার ফুটবলার, খেলে ফরাসি লিগের ষষ্ঠ স্তরে। এমন দলের বিপক্ষে প্রায় পুরো শক্তির দলই নামিয়ে দিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। এর পর যেমনটি হওয়ার, তা-ই হয়েছে।
পেইস দি কাসেলের বিপক্ষে এক এক করে ৫ বার বল জালে পাঠিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গোল করেছেন নেইমারও। ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব ৩২’র ম্যাচটি পিএসজি জিতেছে ৭-০ ব্যবধানে।
ফ্রান্সের নর্ড বিভাগের কয়েকটি ছোট ক্লাব অঙ্গীভূত হয়ে পেইস দি কাসেল পথচলা শুরু করে ২০১৮ সালে। ফরাসি ফুটবলের ষষ্ঠ স্তর রিজিওনাল ওয়ানে খেলা ক্লাবটি ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব ৬৪’-এ চতুর্থ স্তরের দল ওয়াসকুয়েহালকে টাইব্রেকারে হারিয়ে পিএসজির প্রতিপক্ষ হয়।
Comments
Post a Comment